শাবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসব শুরু

শাবির সংবাদ সম্মেলন...‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ স্লোগানকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি’ (এফইটি) বিভাগের দু’দিনব্যাপী একযুগ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

এর আগে বুধবার দুপুর দেড়টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগপূর্তি উৎসবের আহ্বায়ক ও এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন যুগপূর্তি উৎসবের সদস্য সচিব সহকারী অধ্যাপক মনির হোসেন, সহকারী অধ্যাপক মনির হোসেন ও সহকারী অধ্যাপক আফজাল হোসেন প্রমুখ।

এক লিখিত বক্তব্যে অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে র‌্যালি, সেমিনার, খেলাধুলা, আনন্দ আড্ডা, স্যুভেনির প্রকাশনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার রয়েছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন, দেশখ্যাত ব্যান্ড ‘আর্টসেল’ এর ওপেন কনসার্ট। এছাড়াও শাবির মিউজিক্যাল সংগঠন নোঙ্গর ও রিমের কনসার্ট রয়েছে।

যুগপূর্তি উৎসবের সদস্য সচিব সহকারী অধ্যাপক মনির হোসেন জানান, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

এফইটি বিভাগের প্রধান ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবির জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. এম এ রহিম।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘প্রাণ-আরএফএল গ্রুপ’ এবং ফুড পার্টনার হিসেবে রয়েছে ‘ক্যালরি হাইপি’।

/এফএএন/