X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের হল থেকে ল্যাপটপ-মোবাইল চুরি, শঙ্কিত শিক্ষার্থীরা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৯:০৫আপডেট : ২৫ মে ২০২৪, ১৯:০৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আবাসিক হলগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত বৃহস্পতিবার আব্দুস সামাদ আজাদ হলের ৩০৫ নম্বর কক্ষ থেকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থীর মোবাইল চুরি হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী কাজী সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আমার মোবাইল (স্যামসাং এস টোয়েন্টিথ্রি আল্ট্রা) চার্জে রেখে বালিশ চাপা দিয়ে গোসলে যাই। ৫টার দিকে গোসল থেকে এসে দেখি মোবাইল নেই। তখন বন্ধুবান্ধবসহ হলের নিচে গিয়ে দেখি গার্ড সিরাজ মামা গেটে নেই। সেখানে আমরা তার জন্য ১৫ মিনিট অপেক্ষা করি। তবু তাকে পাইনি। তারপর প্রক্টরের কার্যালয় থেকে সিসিটিভি ফুটেজ চেক করে সন্দেহভাজন এক ছেলেকে শনাক্ত করি। ছেলেটি ক্যাম্পাসের কেউ না। সিসিটিভি ফুটেজে সেই ছেলেটিকে আমাদের হলের প্রধান বাবুর্চি মো. ইব্রাহিমের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলে ছেলেটিকে চেনে না। যেদিন চুরি হয় সেদিন সকালে ইব্রাহিমকে চুরি যাওয়া রুমের চারদিকে ঘুরতে দেখা গেছে। এর আগে হলের ডাইনিংয়ের ফ্রিজ থেকে এক শিক্ষার্থীর মাছ চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপরও প্রশাসন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। পাশাপাশি গার্ড সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলে ওয়াশরুমে ছিলেন বলে জানান।’

এ ব্যাপারে জানতে চাইলে আজাদ হলের প্রধান বাবুর্চি মো. ইব্রাহিম বলেন, ‘আমি যখন সাইকেল নিয়ে বের হচ্ছিলাম তখন একটা ছেলের সঙ্গে আমার কথা হয়। পরে আমি চলে যায়, তবে ওই ছেলের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। আমাকে সন্দেহ করা হচ্ছে, তবে চুরির ঘটনায় আমি জড়িত নই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ‘দু’একজন কর্মচারী চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এখনও অভিযোগ প্রমাণিত হয়নি। কর্মচারী পরিষদ বিষয়টি তদন্ত করতেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাদের শাস্তির আওতায় আনা হবে।’

চুরির ঘটনা নিয়ে জানতে চাইলে আব্দুস সামাদ আজাদ হলের প্রভোস্ট ড. মির মো. ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের থেকে ঘটনাটি জানার পর তাদের নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। ফুটেজে দেখা যায় বহিরাগত একজন হলে ঢুকেছে। গার্ড ডিউটিতে থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগত একজন হলে ঢুকেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী শাহপরান থানায় জিডি করেছেন। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন আছে, তদন্ত চলছে।’

সিকৃবির নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা আফরাদুল ইসলাম তারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে কয়েকদিনের ছুটিতে আছি। তবে নিরাপত্তা শাখার এ ব্যাপারে খুব বেশি কিছু করার সুযোগ নেই। হল প্রভোস্টই মূলত হলের যাবতীয় নিরাপত্তার ব্যাপারটা দেখে থাকেন। আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকগুলাতে নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে থাকি।’

ইতোপূর্বে শাহপরান হল থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছিল। ভুক্তভোগী কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থী স্বনন সম্যক ধর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৫ ডিসেম্বর হযরত শাহপরান হলের ৫২৪ নম্বর কক্ষ থেকে আমার ল্যাপটপ চুরি হয়। বিষয়টি নিয়ে হলের প্রভোস্ট ও প্রক্টরের কাছে অভিযোগ দিলে খতিয়ে দেখার কথা বললেও এখন পর্যন্ত কোনও সমাধান দিতে পারেননি।’

কয়েক মাসের ব্যবধানে দুটি হল থেকে মোবাইল ও ল্যাপটপ চুরি হওয়ায় নিজেদের ব্যক্তিগত ব্যবহার্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হলের শিক্ষার্থীরা। 

/এএম/
সম্পর্কিত
গেটের তালা ভেঙে কোরবানির গরু চুরি, সিসিটিভি ফুটেজ গায়েব
৩৬ লাখ টাকায় বসানো বজ্রপাত নিরোধক দণ্ডের যন্ত্রাংশ চুরি
মেট্রোরেলে মোবাইল চুরি, যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ