ঢাবিতে ৪ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

IMG_1315আজ থেকে টিএসসিতে তৃতীয় বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হল ‘মাইক্রোসফট অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ২০১৭’।  সোমবার সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। এছাড়াও অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডঃ এ জে এম শফিউল আলম ভূইয়া এবং মাইক্রোসফট বাংলাদেশ এর পরিচালন অধিকর্তা সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান শোভন।

এবারের আয়োজনে বাংলা স্বল্প দৈর্ঘ্যে অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন দেশের ১৫টি অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দেড়টা, বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চার ভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।  চলচ্চিত্র প্রদর্শনীর প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং সবকটি চলচ্চিত্রই প্রদর্শিত হবে টিএসসি অডিটোরিয়ামে।

উৎসবটির অন্যতম মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।

/এফএএন/