শেকৃবিতে এমএস প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

SAUরাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদে জানুয়ারী-জুন/২০১৭ সেমিস্টারে এমএস প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত। আবেদনের ফরম মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির বিভাগ ও প্রদত্ত ডিগ্রি নিচে উল্লেখ করা হলো।

০১. অ্যানিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ(অ্যানিম্যাল সাইন্স)- এম. এস. ইন অ্যানিম্যাল সায়েন্স

০২. পোল্ট্রি বিজ্ঞান বিভাগ- এম. এস. ইন পোল্ট্রি সায়েন্স

০৩. অ্যানিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগ- এম. এস. ইন অ্যানিম্যল নিউট্রিশন ও এম. এস. ইন এনিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স

০৪. মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ- এম. এস. ইন মাইক্রোবায়োলজি ও এম. এস. ইন প্যারাসাইটোলজি

ভর্তি  সংক্রান্ত সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd  থেকে বিস্তারিত জানা যাবে।

/এফএএন/