নববর্ষে জাবিতে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

ju photo 22.03.17 (2)বাংলা নববর্ষকে সামনে রেখে তৃতীয় বারের মতো জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জেইউপিএস)। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ‘কালারস অব লাইফ-৩’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা তিন আলোকচিত্রী পাবেন ২০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার।

বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও তাদের জীবনাচরণকে ক্যামেরার লেন্সে ফুটিয়ে তুলতেই এই আয়োজন। প্রদর্শনীতে বিচারকের দায়িত্বে থাকবেন কুদরত-ই খুদা লিটু, শাহাদাৎ পারভেজ ও লতিফ হোসেন।

ইতোমধ্যে প্রদর্শনীর জন্য আলোকচিত্র আহ্বান করেছেন আয়োজকরা। আগামী ২৭ মার্চ পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে।

বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক দুটিতে প্রবেশ করুন-

(https://www.facebook.com/groups/jups.ju)  

(https://www.facebook.com/jups.ju)

/এমডিপি/