হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

হাবিপ্রবিহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন অথবা মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBB) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছর ৮টি অনুষদের অধীনে ১৯টি কোর্সে মোট ১ হাজার ৯৯৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।