কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

কুয়েটখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। কাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর ৩টি অনুষদের ১৪টি বিভাগে ১০০৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০ হাজার ৪৭৭ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার ৫০০টি আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ৪৭৭ আবেদনকারী বাছাই করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জানান, ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস অনুযায়ী কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮২৮২),টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮২৮৩-১৯০৩২), এইচএসটিটিআই (১৯০৩৩-১৯৩৩২), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (১৯৩৩৩-১৯৯৭৭) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা (১৯৯৭৮-২০৪৭৭) এ অনুষ্ঠিত হবে।

এবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ১০০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য কুয়েটের ওয়েবসাইট (www.kuet.ac.bd) তে পাওয়া যাবে।