ইবির চতুর্থ সমাবর্তন ৭ জানুয়ারি





ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষে পিছিয়েছে শীতকালীন ছুটি। বুধবার (১ নভেম্বর) বিকেল ৫টায় শিক্ষা মন্ত্রাণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।



ফ্যাক্স বার্তায় বলা হয়, ইবির চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ৮(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করবেন।
এদিকে, সমাবর্তন উপলক্ষে পিছিয়েছে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘এ বছরের শীতকালীন ছুটি ২৫ ডিসেম্বর ২০১৭ থেকে ৩ জানুয়ারি ২০১৮ এর পরিবর্তে ৬ ফেব্রুয়ারি ২০১৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৮ পরিবর্তিত করা হয়েছে।’
প্রসঙ্গত, সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১৫ নভেম্বর শেষ হবে।