ইবির এফ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এফ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬.১১ শতাংশ।

f5fd28a2cf1963c30c02e95c72dd85f9-5723bc80a4f74

২ ডিসেম্বর সকাল ৯টায় এফ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ভিসি ড. হারুন-উর রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এসময় ইউনিটের সদস্য সহকারী অধ্যাপক আনিসুর রহমান এবং সহকারী অধ্যাপক মতিয়ার রহমান মোল্লা উপস্থিত ছিলেন। এ বছর এফ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। উপস্থিত ছিলেন ২ হাজার ৮৬৩ জন। ১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর  দশটা পর্যন্ত  প্রথম শিফটে এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd  থেকে পাওয়া যাবে।