অবশেষে রাবির দশম সমাবর্তন ২৪ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দশম সমাবর্তন আয়োজনে পদক্ষেপ গ্রহণ করে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মহোদয়ের সদয় সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়। গত ১ জানুয়ারি রাষ্ট্রপতি তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ২৪ মার্চ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমরা মার্চে সমাবর্তন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি সকলের সহযোগিতা নিয়ে খুব ভালোভাবে একটি সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের মেয়াদকালে ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দশম সমাবর্তনের রেজিস্ট্রেশন চলে। পরে সময়সীমা বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়। ওই সময়ে মোট ৫ হাজার ২৭৫ জন গ্রাজ্যুয়েট রেজিস্ট্রেশন করে। পরে ২০১৭ সালের ২৪ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।

এরপর গত বছরের ৭ মে নতুন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান দায়িত্ব পাওয়ার পর সমাবর্তন আয়োজনের কার্যক্রম পুনরায় শুরু হয়। গত ২৩ জানুয়ারি সমাবর্তনের রেজিস্ট্রেশনে সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। এতে মোট রেজিস্ট্রেশনকারী গ্রাজ্যুয়েট সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৯ জন।