আজ থেকে ইবিতে রমজান ও ঈদের ছুটি শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ৪৩ দিনের ছুটি শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। আসন্ন পবিত্র রমজান, গ্রীষ্মকালীন ছুটি, জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে এ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ও ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ( ১৫ মে) থেকে ২৬ জুন (মঙ্গলবার) পর্যন্ত পবিত্র পবিত্র রমজান, গ্রীষ্মকালীন, জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে  মোট ৪৩ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী ১৯ মে (শনিবার) থেকে ২৬ মে ( শনিবার) পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে মোট ৮ দিন এবং আগামী ১১ জুন ( সোমবার) থেকে ২৪ জুন (রবিবার) পর্যন্ত  জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ১৪ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম  ও অফিসসমূহ বন্ধ থাকবে।

তবে উল্লেখিত ছুটিতে কোন বিভাগ চাইলে তাদের বিভাগের সেমিস্টার বা ইয়ার পরীক্ষা নিতে পারবে বলে রেজিস্টার অফিস সূত্রে জানা যায়।

এদিকে দীর্ঘ এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলি খোলা রাখার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমান। তিনি বলেন,  আমরা প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বসবো। আগামীকালের ভেতর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।