শাবিতে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু

গ্রীষ্মকালীন, শব-ই-কদর ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দীর্ঘ এক মাসের বেশি সময়ের জন্য ছুটি শুরু হচ্ছে আগামী ২০ মে রবিবার থেকে। চলবে ২১ জুন পর্যন্ত।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ইশফাকুল হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন, শব-ই-কদর ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আগামী ২০ মে (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ-পরীক্ষা এবং ২৭ মে (রবিবার) থেকে শাবির প্রশাসনিক কার্যক্রম আগামী ২১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল ১৮ মে থেকে একাডেমিক এবং ২৫ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগামী ২৪ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলবে। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পাশ্ববর্তী মেস থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ায় ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে।