কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ- উল ফিতর’র ছুটি শুরু  হতে যাচ্ছে আগামী রবিবার থেকে। এই সবকয়টি ছুটি মিলিয়ে মোট ৪০ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ছুটি আগামিকাল রবিবার থেকে শুরু হয়ে ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এদিকে প্রশাসনিক ছুটি ২০ মে রবিবার থেকে শুরু হয়ে ২৪ মে বৃহস্পতিবার শেষ হবে। তবে  ২৫ ও ২৬ মে শুক্র শনিবার হওয়ায় ২৭ মে থেকে আবার প্রশাসনিক কাজ শুরু হবে। আবার ১০ জুন থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে শেষ হবে ২১ জুন বৃহস্পতিবার। তবে শিক্ষার্থীদের ছুটি শেষ হবে ২৮ জুন বৃহস্পতিবার। ২৯ ও ৩০ জুন শুক্র, শনিবার হওয়ায় ১ জুলাই রবিবারে বিশ্ববিদ্যালয় খুলবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হল গুলো ৭ জুন পর্যন্ত খোলা থাকবে।

বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমাল হলের প্রভোস্ট ড. দুলাল চন্দ্র নন্দী বলেন,  ৭ জুন আবাসিক হল গুলো বন্ধ করে দেওয়া হবে। তবে কোনও শিক্ষার্থীর যদি পরীক্ষা থাকে তবে প্রশাসনের উপস্থিতিতে সেটা খুলে দেয়া হবে।

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী বলেন, কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে হল গুলো বন্ধ করা হচ্ছে। তবে কবে হল আবার খুলবে হলের প্রভোস্টরা পরবর্তীতে মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হলের প্রভোস্ট  এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, ছাত্রীদের আবাসিক হল ১৯মে শনিবার থেকে বন্ধ হবে। তবে যেসকল ছাত্রীদের পরীক্ষা আছে তারা হল প্রশাসনকে লিখিত দিয়ে হলে থাকতে পারবে। বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ আগে হল খুলে দেওয়া হবে।