শাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

36864602_522201001530760_4026963999609323520_nশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী মৃত্তিকা রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন পরবর্তী একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারুক উদ্দিন বলেন, মৃত্তিকা প্রাণবন্ত একটি মেয়ে ছিলো। তার হঠাৎ এমন মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি বিশ্বাস করি, একজন মানুষ আত্মহত্যা করতে পারে। কিন্তু একটা আত্মহত্যার সিদ্ধান্তের পিছনে অনেক কারণ রয়েছে। আমরা সেই কারণটা জানতে এবং এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

সমাবেশ শেষে মৃত্তিকা রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। গণস্বাক্ষর সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ এর মাধ্যমে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানা যায়।

গত মঙ্গলবার  পঞ্চগড়ের বোদা উপজেলায় নিজ শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন মৃত্তিকা রহমান। মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও কোনও রকম তদন্ত ছাড়া মৃত্তিকা রহমানের লাশ দাফন করা হয়। এনিয়ে তার সহপাঠীসহ পরিচিতদের মাঝে এক ধরনের ধূম্রজাল ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।