ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হলো পাঠশালার স্নাতকোত্তর কোর্স

IMG_9359দক্ষিণ এশিয়ায় আলোকচিত্র এবং চলচ্চিত্র শিক্ষা ব্যবস্থায় পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অবদান গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় ঢাকা বর্তমানে ইনস্টিটিউটটির স্নাতকোত্তর কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগের অধিভুক্ত হলো।

এই স্নাতকোত্তর কোর্সের (পোস্টগ্রাজুয়েট) জন্য ভর্তির আবেদনপত্র উন্মুক্ত করা হয়েছে।  ৩১ শে আগস্ট ২০১৮ তারিখের মধ্যে পাঠশালা চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে  ২০০ টাকা  ফি পরিশোধ করে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার  ঘোষণা দেওয়া হয়েছে।

চলচ্চিত্র এবং টেলিভিশন বিষয়ে  স্নাতকোত্তর সনদপত্র ১৮ মাস সময়কালের মোট  ৩ সেমিস্টারে ৩০ ক্রেডিটের ১০ টি কোর্স নিয়ে গঠিত। যেকোন বিষয় থেকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন যার সর্বনিম্ন ফলাফল হতে হবে সিজিপিএ ২.৫।  

পাঠশালা কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে নতুন প্রযুক্তির সাহায্যে বিদেশের অন্যান্য দেশের তুলনায়  স্বল্প বাজেটে মানসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠান এবং চলচ্চিত্র নির্মাণে  কোর্সসমূহ সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। যার ফলে নতুন নির্মাতাদের মেধা প্রদর্শনের একটি নতুন দিগন্ত উন্মচিত হবে বলেই সবার প্রত্যাশা।