বাকৃবিতে ভর্তির রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। স্নাতক কোর্সের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. গিয়াসউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

BAU picture22
২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এবার মোট আসন সংখ্যা ১২৩০। লিখিত নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। লিখিত নির্বাচনী পরীক্ষার ন্যূনতম পাশ মার্ক ৩০।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন ও আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।