রাবিতে ৪ হাজার আসনের জন্য লড়বে দেড় লক্ষ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীরা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক আবেদনে ২ লক্ষ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থীর মধ্য থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এ বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলা ট্রিবিউনকে বলেন, 'প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নির্ধারিত ফি জমা দিতে হবে। এই সময়ের মধ্যে তালিকাভুক্ত সব শিক্ষার্থী ফি জমা না দিলে পরবর্তীতে অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে। এভাবে তিনটি ধাপে ভর্তির আবেদন সম্পন্ন হবে। আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত ফি আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে পরিশোধ করতে হবে। ১ হাজার ২৫৪ টাকা ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য, ৭২৬ টাকা ‘বি’ ইউনিটের জন্য, ৯৯০ টাকা ‘ডি’ ইউনিটের জন্য এবং ১ হাজার ১২২টাকা ‘ই’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলে প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলে। প্রাথমিক এ আবেদনে ৪ হাজার ১৭৩  (কোটা ব্যতিত) আসনের বিপরীতে মোট ২ লক্ষ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থী আবেদন করেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬ হাজার ৪০৭, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৬০৪, ‘সি’ ইউনিটে ৬১ হাজার ২৩৪, ‘ডি’ ইউনিটে ৬০, হাজার ২৯৩ এবং ‘ই’ ইউনিটে ৬৯ হাজার ৫১৮ ভর্তীচ্ছু আবেদন করেন।