ইবির ভর্তি আবেদন শেষ ১০ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল ১০ অক্টোবর বুধবার। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এ তথ্য জানিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সেন্টার সূত্রে জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছে ২৮ হাজার শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলাসিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ইউনিটে ১ হাজার ৩৫৬টি,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ইউনিটে ১২ হাজার ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ’সি’ইউনিটে ৪ হাজার ৬৬৯টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ইউনিটে ৯ হাজার ৭৯১টি আবেদন জমা পড়েছে। এ বছর ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।
এদিকে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়,আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,এ বছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর,লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ- এর ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
এদিকে ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত সন্নিবেশিত ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও লিখিত উভয় অংশে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। পৌষ্য ও খেলোয়াড় কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন৩৩ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।