কুবির ভর্তি পরীক্ষা শুরু আজ

‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার বিকাল ৩টায় শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (চলতি দায়িত্ব) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট প্রধাণগণ, গণমাধ্যম উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবল হক ভূইয়া ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক।
এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী । যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ‘বি’ ইউনিটে ১৬টি, ‘সি’ ইউনিটে ৯টি এবং ‘এ’ ইউনিটে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।