জাককানইবিতে প্রথমদিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমদিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Wahid JKKNIU Admission starts 11.11.18 Pic (2)
আজ রবিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় কলা অনুষদভুক্ত ‘এএল’ ইউনিটের পরীক্ষা শুরুর মধ্যদিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ.এল ইউনিটে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগের ১৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৫৮৬ জন যা আবেদনকারীদের শতকরা ৮২ ভাগ। 

পরীক্ষা শুরুর পর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি শান্তিপূর্ণ পরিবেশ এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, এ.পি-ইউনিট ১২ নভেম্বর, ‘বি’ ইউনিটে ১৩ নভেম্বর, ‘সি’ ইউনিট ১৪ নভেম্বর এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। চারটি অনুষদের অধীনে ৫টি ইউনিটে ২৩টি বিভাগে মোট আসন রয়েছে ১১ হাজার ৫টি।