পবিপ্রবির ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়টির তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক (অ.দা) ড. মোহাম্মদ কামরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।

PicsArt_10-15-01.24.19
‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এ বছর থেকে প্রথমবারের মতো ‘এ’ ইউনিটের মোট আসন সংখ্যার সর্বোচ্চ ১০ গুণ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ‘এ’ ইউনিটের আসন সংখ্যার সর্বোচ্চ ১০ গুণ শিক্ষার্থীকে নির্বাচিত করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দুর্ভোগ এড়াতেই নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।