পবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ১৫ শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৫ পরীক্ষার্থী।

PicsArt_11-22-02.44.40
পবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার মোট ৭৩০টি আসনের বিপরীতে ১০ হাজার ৮৬৪ জন আবেদন করেছে। এদের মধ্যে ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে গড়ে ১২ জন করে মোট ৬ হাজার ৪৩১ জন, ‘বিইউনিটে ১০০ আসনের বিপরীতে গড়ে ১৬ জন করে মোট ১ হাজার ৫৮৯ জন এবং সিইউনিটে ৭০টি আসনের বিপরীতে গড়ে ৪১ জন করে মোট ২ হাজার ৮৪৪ জন আবেদন করেছে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, এ ইউনিটের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরএবংবি ও সি ইউনিটের পরীক্ষা ১১  ডিসেম্বর অনুষ্ঠিত হবে।