রাবিতে ভর্তি কার্যক্রম শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ৫টি ইউনিটের অধীনে ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার ৫টি ইউনিটের অধীনে ৫৯টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটে ৪ হাজার ১৭৩ শিক্ষার্থী ভর্তি করা হবে।
কলা, চারুকলা অনুষদ, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৯ নভেম্বর শেষ হবে। অন্যদিকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভর্তি কার্যক্রম ২৭ নভেম্বর এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অনুষদ অফিসে জমা দেওয়ার জন্য জানানো হয়।