জবির প্রথম সমাবর্তন পাচ্ছে ১২ ব্যাচের শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনে অংশ নিতে পারবে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান। 

তিনি বলেন, ‘যারাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর এর যেকোনও একটির বা দুটির সার্টিফিকেট পেয়েছেন, তারাই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সে হিসেবে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সমাবর্তন পাচ্ছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতকোত্তরের সনদ দেওয়া হয়েছে। এছাড়া ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে স্নাতক ও স্নাতকোত্তরের সনদ পেয়েছে এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও স্নাতকোত্তর শেষ করেছে। এ কারণে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ (৮ম ব্যাচ) বর্ষ পর্যন্ত মোট ১২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার বলেন, ‘প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে সমাবর্তন পাবে। এতে আমরা হতাশ হয়েছিলাম। এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই।’ 

উল্লেখ্য, জবির প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে  চলতি বছরের অক্টোবর মাসে। আগামী ফেব্রুয়ারি-মার্চ দুই মাসব্যাপী সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুদের অনলাইনে আবেদন চলবে। সমাবর্তন ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) নির্ধারণ করা হয়েছে।