রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

ভাষা আন্দোলনে পাকিস্তানিদের বর্বরতার যে ইতিহাস তা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরার প্রয়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘শিল্পযাত্রা’ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

শিল্পকর্ম দেখছেন দর্শনার্থীরা
‘মুক্তির সূচনা’ শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনীতে চারুকলা অনুষদের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে বহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটার পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
উদ্বোধনের পর চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর বলেন, ‘এবারের প্রদর্শনীটি একটু ভিন্ন। প্রতিটি শিল্পকর্মই একুশে নির্ভর। শিল্পকর্মগুলোতে নতুনত্বের ছাপ রয়েছে। মাতৃভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, শিল্পকর্মগুলোতে ঠিক তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।’
এসময় উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা  ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেনসহ আরও অনেকে।