জাককানইবির সঙ্গে সিপিজে’র ‘উইম্যান পিস ক্যাফে’ চুক্তি

Wahid JKKNIU, CPJ Womenpeace Cafe Established_25.03.19 PIc (1)ইউএন ওমেন এর এমপাওয়ার্ড উইম্যান, পিসফুল কমিউনিটিস প্রকল্পের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্ট (সিপিজে) নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে যুক্ত হলো  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)।  এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘উইমেন পিস ক্যাফে’ চুক্তি গতকাল সন্ধ্যায় ঢাকার শ্যমলীস্থ বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এবং সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষর করেন এমপাওয়ার্ড ওমেন, পিসফুল কমিউনিটিস প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ বদিউজ্জামান।

এসময় বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ম. হামিদ, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫৮ জন ছাত্রী ইতোমধ্যে উদ্যোক্তা হওয়ার জ্ঞান ও বিভিন্ন কৌশল অর্জনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং গত ১২ আগস্ট ২০১৮-এ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।