X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিইউবিটিতে ‘রকেট অ্যাডভেঞ্চার ডে’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৫, ১১:৩৭আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৩৭

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘রকেট অ্যাডভেঞ্চার ডে’। শনিবার (৫ জুলাই) বিইউবিটি ও স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেয় ৪ থেকে ১৬ বছর বয়সী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় রকেট তৈরির কর্মশালা, রকেট সিমুলেশন, দলীয় রকেট উৎক্ষেপণ এবং কম্পিউটার-ভিত্তিক রকেট ট্রাজেক্টরি নির্ধারণ কার্যক্রমে। হাতে-কলমে এই অভিজ্ঞতার মাধ্যমে তারা মহাকাশবিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করে।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ ও বিজ্ঞানচর্চার আগ্রহ জাগানো এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে তাদের উৎসাহিত করা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলী আহমেদ। তিনি বলেন, ‘শিশু-কিশোরদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিইউবিটির এ প্রচেষ্টা প্রশংসনীয়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিশুদের আগ্রহ তৈরি এবং সৃজনশীলতা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. মুন্সী মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান এবং স্পেস ইনোভেশন ক্যাম্প-এর সভাপতি আরিফুল হাসান অপু।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা তাদের মধ্যে রকেট ও মহাকাশবিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করেছে। ভবিষ্যতে তারা এ ধরনের কার্যক্রমে আবারও অংশ নিতে আগ্রহী।

‘রকেট অ্যাডভেঞ্চার ডে’ ছিল বিইউবিটি ও স্পেস ইনোভেশন ক্যাম্পের একটি যুগান্তকারী উদ্যোগ, যা দেশে এসটিইএম+সি (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও কম্পিউটিং) শিক্ষাকে শিশু-কিশোরদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। একইসঙ্গে, মহাকাশবিজ্ঞান, অ্যাভিয়েশন ও রোবটিক্সের মতো আধুনিক শিক্ষাক্ষেত্রে আগ্রহ তৈরিতে বিইউবিটির অংশগ্রহণ প্রশংসনীয় ভূমিকা রাখছে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল