বুধবার কুবিতে অর্থনীতি বিষয়ক বিশেষ সেমিনার

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি বিষয়ক বিশেষ পাবলিক লেকচার। বাংলাদেশের অর্থনীতি বিষয়ক পাবলিক লেকচার অনুষ্ঠিত হবে বুধবার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

অর্থনীতি বিভাগের সংগঠন অর্থনীতি ক্লাবের আয়োজনে ‘বাংলাদেশ অর্থনীতির পাঁচ দশক: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ক এই পাবলিক লেকচারটি অনুষ্ঠিত হবে।

এতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদক-২০১৯ প্রাপ্ত অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে বুধবার সকাল ১০ টায় লেকচারটি অনুষ্ঠিত হবে।