শাবিতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু

গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই কদর ও ঈদ উপলক্ষে আজ ১৫ মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মে (বুধবার) থেকে আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ মে (বুধবার) থেকে শুরু হয়ে (১৩ জুন) বৃহস্পতিবার পর্যন্ত সকল অফিস কার্যক্রম  বন্ধ থাকবে। 
অন্যদিকে আগামী ২৪ মে (শুক্রবার) বিকাল থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান। তিনি জানান, ১৫ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। 
এদিকে ঈদের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ির পথে ফিরতে শুরু করেছে। ফলে ইতোমধ্যে ক্যাম্পাসে অনেকটাই ফাঁকা অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ১৬ জুন থেকে সকল ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম পুনরায় চলবে।