যবিপ্রবির শিক্ষার্থী বাসে হামলায় চালক আহত

BUS Hamla যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী বহনকারী বাসে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শিক্ষার্থী বহনকারী অপরাজিতা নামক দ্বিতল বাস যশোরের চুড়ামনকাঠি নামক স্থানে আসলে এ হামলার ঘটনা ঘটে।

বাস চালক রশিদ জানান, ছাত্রছাত্রীদের নিয়ে দুপুরের বিআরটিসি দ্বিতল বাস অপরাজিতা (ঢাকা মেট্রো-ব ১১৫৭৩০) নিয়ে চুড়ামনকাঠি পৌঁছালে এক মোটরসাইকেল আরোহী এসে সাইড দেবার জন্য হর্ন দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা ভরা পানির বোতল গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়ে চালকের গায়ে আঘাত লাগলে চালক আহত হন। মোটরসাইকেল আরোহী কে বা কারা ছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমি তৎক্ষণাৎ জানতে পেরেছি। আমরা থানায় গিয়ে মামলা করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করব।