বাঁচানো গেল না কুবি শিক্ষার্থী জাকিরকে

লিভার সিরোসিসে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসাইন মারা গেছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর ১২টায় না ফেরার দেশে চলে যান জাকির।

জাকির হোসাইন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকির হেপাটাইটিস বি এর সংক্রমণে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসা বাবদ দরকার ছিল অন্তত ৪০ লক্ষ টাকা। তার সহপাঠীরা এবং সমাজের অনেকেই এগিয়ে এসেছিলেন জাকিরকে বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা পল্লী চিকিৎসক, মা গৃহিণী।