নতুন প্রক্টরের সঙ্গে জবি প্রেসক্লাবের মতবিনিময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় নতুন প্রক্টরের কাছে তারা ৭ দফা দাবি পেশ করেন।

received_725929534530364
রবিবার (৪ আগস্ট) দুপুর ১টায় প্রক্টরের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকগণ নতুন প্রক্টরের কাছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাখার জন্য তাদের মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক জগেশ রায় এসময় ৭ দফা দাবি তুলে ধরেন। সাংবাদিকদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর আক্রমণ হলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চত করা, ক্যাম্পাসে সাংবাদিকদের পেশাদারীত্বের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা, প্রক্টর অফিসে সাংবাদিকদের সাথে নিয়মিত মতবিনিময়ের আয়োজন করা, ক্যাম্পাসের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা, ক্যাম্পাসে সন্ধ্যার পরে কিংবা রাতে প্রক্টরিয়াল বডি টহল দেওয়া এবং সাংবাদিকদের উপর আক্রমণকারীদের দ্রুত বিচার করা।
প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘পূর্বেও আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করেছি, সাংবাদিকদের সকল কাজে আমাদের সহায়তা অব্যহত থাকবে। সাংবাদিকদের কাছেও আমরা সার্বিক সহয়তা আশা করি।’ এসময় তিনি প্রেসক্লাবের ৭ দফা দাবিকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাইফুর রহমান তমাল, সাংগঠনিক সম্পাদক রায়হান তন্ময়, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাকিম ফারুকী, রাশেদ রানা, আরমান হাসান, সানাউল্লাহ ফাহাদ, সু্বর্ণ আসসাইফ, ফয়সাল আরেফিন, মাহামুদ তামজিদ, আব্দুল আলিম, মাহমুদ ফারাজি, আতিক সিয়াম, শ্রাবন্তি হরি, মিজানুর রহমান, ইমরানসহ আরও অনেকে।