ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ঈদের ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গতকাল বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় আবাসিক হলগুলো বন্ধ করেছে প্রশাসন। এর আগে ৬ আগস্ট থেকে বন্ধ হয়ে যায় ক্লাস। পুনরায় ক্লাস শুরু হবে ১৯ তারিখ থেকে।

এছাড়া ছুটি শেষে আগামী ১৮ আগস্ট সকাল ৯টায় আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। তিনি জানান, প্রভোস্ট কাউন্সিলের সুপারিশে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের মধ্যেও প্রশাসন ১৫ আগস্টের ঘোষিত কর্মসূচি পালন করবে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, হল খোলার পরদিন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি দিয়েছে প্রশাসন। বন্ধের মধ্যেই শোক দিবসের ঘোষিত কর্মসূচি পালন করবে কর্তৃপক্ষ।

প্রভোষ্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, ক্যাম্পাস খোলার দিনেই অনেক বিভাগে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা থাকে। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একদিন আগে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।