জাবিতে তারেক-বাবরদের প্রতীকী ফাঁসি

জাবিতে তারেক-বাবরদের প্রতীকী ফাঁসি ju photo 21.08.19 (2)২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসি কার্যকর করার দাবিতে বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় জাবি শাখা ছাত্রলীগ প্রতীকী এ আয়োজন করে। সেখানে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও হারিস চৌধুরীকে প্রতীকী ফাঁসিতে ঝুলানো হয়।

এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতীকী ফাঁসির মঞ্চের সামনে এসে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন,  ‘২০০১ সালের নির্বাচনের পর সারাদেশে বিএনপি-জামায়াত যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাযজ্ঞের সর্বশেষ আক্রমণ ছিল ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা। হামলার উদ্দেশ্য ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু দেশনেত্রীকে তারা হত্যা করতে পারেনি। কিন্তু তারা বাংলাদেশকে রক্তাক্ত করেছিল।’

হামলায় জড়িতদের দ্রুত শাস্তি কার্যকর করার দাবি জানান ছাত্রলীগ নেতা-কর্মীরা।