জবির চূড়ান্ত আবেদন তালিকা চ্যালেঞ্জের শনিবারই শেষদিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত তালিকা চ্যালেঞ্জের সুযোগ থাকছে আজ ৩১ আগস্ট  রাত ১২টা পর্যন্ত। নূন্যতম যোগ্যতা থাকার সত্ত্বেও চূড়ান্ত আবেদনের মনোনীত তালিকায় নাম না আসা বেশ কিছু আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে জবি প্রশাসন।

সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উপযুক্ত প্রমাণ অর্থাৎ মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, রেজাল্ট ও অনলাইনে প্রাথমিক আবেদন সংক্রান্ত কাগজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরে যোগাযোগ করতে হবে।

গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত জবির প্রাথমিক আবেদন শেষে গত ২২ আগস্ট সন্ধ্যায়

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মনোনীতদের মধ্যে ইউনিট-১ এর জন্য ২৬৯৩৫, ইউনিট-২ এর জন্য ২৫০৮০জন এবং ইউনিট-৩ এর জন্য ২২৬৩৩ জন প্রাথমিকভারে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ইউনিট ১ বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৯.৬৭ ও  ইউনিট ২ মানবিক শাখা থেকে ৮.০৯ এবং ইউনিট ৩ বাণিজ্য শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৭.৫০ নিয়েও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

তবে বেশ কয়েকজন আবেদনকারীর অভিযোগ, এবছর মনোনীত তালিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে বাছাইকৃত সর্বনিম্ন জিপিএর থেকে অনেক বেশি থাকার পরও তারা জায়গা পায়নি।

এবিষয়ে জবির রেজিস্টার প্রোকৌশলী মো: ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এমন সমস্যা যদি হয়ে থাকে তাহলে তাকে প্রমাণসহ যোগাযোগ করতে হবে। প্রযোজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে।

বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে এই সমস্যা সমাধানের বিষয়টি উল্লেখ্য করলে তিনি বলেন, অনেক শিক্ষার্থী আছে যারা দোকানীকে আবেদনের জন্য বলেন । অনেক সসময় দেখা যায়, দোকানীরা আবেদন করতে ভুলে যায় । তিনি জোর দিয়ে বলেন, আমাদের চুড়ান্ত মনোনয়নে ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব কম।