জবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার (২ সেপ্টেম্বর)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৩ আগস্ট থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হয়েছ। এর আগে গত ২০ আগস্ট অনলাইনে প্রাথমিক আবেদন শেষে ২২ আগস্ট চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করে জবি প্রশাসন। প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারীদের তালিকা প্রকাশিত হয়।

এবার ইউনিট-১ এর জন্য ২৬৯৩৫, ইউনিট-২ এর জন্য ২৫০৮০ জন এবং ইউনিট-৩ এর জন্য ২২৬৩৩ জন আবেদনকারীকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে ।

উল্লেখ্য, গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে  ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://admission.jnu.ac.bd এবং http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।