রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর)। দুপুর ১২টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদনের জন্য একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ৫৫টাকা দিয়ে http://admission.ru.ac.bd তে প্রকাশিত নিয়মাবলী কিনতে হবে। পরে সেটি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে প্রাথমিক আবেদন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ইউনিট প্রতি ৩২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। সুযোগপ্রাপ্তদের ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর মধ্যে ইউনিট প্রতি এক হাজার ৩২০ টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

প্রসঙ্গত, আগামী ২০-২২ অক্টোবর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে।