মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) মো. মাকসুদুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

tangail-mbstu-20171210175344

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছুদের মাভাবিপ্রবির mbstu-admission.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই লিঙ্কে অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন এবং ইউনিট/বিভাগ কর্তৃক আরোপিত শর্তসমূহ পাওয়া যাবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) এ পাওয়া যাবে।