বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৯ অক্টোবর থেকে

পূজার ছুটি শেষে আগামীকাল (৯ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহজাহান বিষয়টি নিশ্চিত করছেন। প্রায় সাত দিন উপাচার্যহীন থাকার পর গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে (৭ অক্টোবর) তাকে উপাচার্যের চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

IMG_20191008_162816
এ বিষয়ে ড. শাহজাহান জানান, তিনি ইতোমধ্যেই সকল বিভাগের চেয়ারম্যানকে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ছাত্র আন্দোলনের ফলে যে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ছিলো সেসকল ক্লাস পরীক্ষার বিষয়েও আগামীকাল সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরাও নিশ্চিত করেছেন তারা আগানীকাল থেকে ক্লাসে ফিরে যাবেন।
উল্লেখ্য, স্বৈরাচারী আচরণ, আর্থিক দুর্নীতি, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা ১২ দিন আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন খোন্দকার নাসিরউদ্দিন।