জবির বিজ্ঞান শাখার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ইউনিট-১ বিজ্ঞান শাখার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) এ ফল প্রকাশ করা হয়। ইউনিট-১ ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বছরের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ১ হাজার ১৫৫টি আসনের বিপরীতে অংশগ্রহণকারী ২১ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫৫ জনকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিষয় প্রদান করা হয়েছে যারা সরাসরি প্রাপ্ত বিভাগে ভর্তি হতে পারবে।

এ বছরই প্রথমবারের মতো, অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা থেকে আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে পরীক্ষার্থীরা । ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি পাওয়া যাবে এই ঠিকানায়-admission.jnu.info

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়।