ইউল্যাব ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর

IMG_5232ইউল্যাব ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের (অটোনোমাস) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এই চুক্তিতে সাক্ষর অনুষ্ঠান হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনোমাস)-এর রেক্টর ও প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও, এসজে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন চুক্তিপত্রে। 

এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অন্যের প্রতিষ্ঠানে পড়াশোনা, গবেষণা, ইন্টার্নশিপ এবং স্টাডি ট্যুর; শিক্ষাদান এবং গবেষণার উদ্দেশ্যে শিক্ষাবিদদের আদান-প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের পরিদর্শন করার জন্য পারস্পরিক সহায়তা; আন্তর্জাতিক সম্মেলন, যৌথ গবেষণা, লেকচার এবং প্রশিক্ষণের মতো কার্যক্রমের সমন্বয, স্যোসাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ ও হিউম্যানিটিজ বিষয়ে যৌথভাবে গবেষণা পরিচালনা করা যাবে। 

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ড. ত্রিদিব সেনগুপ্ত, সহকারী অধ্যাপক ও ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অব কমার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনোমাস) সহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।