শেষ হলো রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা পৌনে বারটায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়।

এ বছর তিনটি ইউনিটের অধীনে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান) এবং বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) ও গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফলসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate/) থেকে জানা যাবে।