রুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ৪ নভেম্বর

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল নয়টা থেকে  বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত দুটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে পরীক্ষার ফল।

ruet photo 1
এদিন সকালে রুয়েট উপাচার্য ড. রফিকুল ইসলাম শেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
রুয়েটের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে,এবার সর্বমোট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৬০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে। এ বছর রুয়েটের ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।