মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৮০ ভর্তিচ্ছু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৬টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৬৫ হাজার ৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করছে ‘এ’ ইউনিটে।

এবার ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য ১২৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৭০টি আসনের জন্য ২১ হাজার ৫৯২ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি আসনের জন্য ২৫ হাজার ৯৪৩ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি আসনের জন্য ১০ হাজার ৬৩২ জন এবং ‘ডি’ ইউনিটের তিনটি বিভাগে ১২০ টি আসনের জন্য ৬ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) পাওয়া যাবে। 

উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর ‘এ’ এবং ‘বি’ ইউনিট ও ৭ ডিসেম্বর ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।