নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Wahid JKKNIU_A Unit Admission test_1917112019

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা এবং দুপুর ২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দুই শিফটে ‘এ’ ইউনিটের অর্ন্তভুক্ত বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও দর্শন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর নতুন নিয়মে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষার থাকায় এমসিকিউ পরীক্ষার ৫০ মিনিটের এবং লিখিত পরীক্ষা ৪০ মিনিটসহ মোট ১ ঘন্টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর রশিদুন‌্ নবী জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭০০১ টি। উপস্থিতির হার ছিল ৭৯.০৭ শতাংশ।

উল্লেখ্য, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যথাক্রমে বি, সি, ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।