ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

1

ভিসি অফিসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ইউনিটটির ফল হস্তান্তর করা হয়। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ‘সি’ ইউনিট সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর আব্দুস শাহীদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং  ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সেখানে উপস্থিত ছিলেন। 

‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৫০ আসনের জন্য আবেদনকারী ৮ হাজার ৯৩০ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৭২৬ জন। এদের মধ্যে ‘ব্যবসায় শিক্ষা’ গ্রুপে ৩১৫ জন মেধা তালিকায় এবং ১৪৭ জন অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে। ‘অন্যান্য’ গ্রুপে ১৩৫ জন মেধা তালিকায় এবং ৩৩২ জন অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে।

ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।