রুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের সমাধিতে পুষ্পসস্তবক অর্পণ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখনানা আয়োজনে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। রুয়েটে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দোয়া করা এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রথম প্রহরের কর্মসূচি শেষ হয়। বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রুয়েটের উপাচার্য মো. রফিকুল ইসলাম সেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের অধিকর্তা মো. মোশাররফ হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মো. রবিউল আওয়ালসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হলের প্রাধ্যক্ষ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।