হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি কার্যক্রম

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে  ‘এ’ ইউনিটের ভর্তির মধ্য দিয়ে শুরু হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ২০২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম।

FB_IMG_1575222619613(1)

এবছর ২০০৫ আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৬ হাজার ৭৭৩ জন পরিক্ষার্থী। আসন প্রতি লড়েছে ৪৮ জন পরিক্ষার্থী। এছাড়াও ২-৫ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি সংক্রান্ত যেকোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে। ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল ৭ জানুয়ারি পর্যন্ত এবং ভর্তি কার্যক্রম শেষে ২০ জানুয়ারি  থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মোহাম্মদ ফজলুল হক।