ডুয়েটে চলছে ভর্তি কার্যক্রম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তির মধ্য দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম।

এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৬৩৫ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

ভর্তি সংক্রান্ত যেকোনও তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট www.duet.ac.bd তে পাওয়া যাবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এবং ভর্তি কার্যক্রম শেষে ৫ এপ্রিল থেকে নবীনদের ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিষ্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।