বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম

Gopalganj University Photo-01(29.01.2020)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট (২০১৮-২০১৯) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আজ বুধবার এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা জোনের ২১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।  




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: শাহজাহান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর নির্বাহী প্রধান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বশেমুরবিপ্রবির প্রধান প্রকৌশলী এস এম এস্কানদার আলী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষার্থী নুরে আলম, মেহেদী হাসান, রেজাউল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: শাহজাহান তার বক্তব্যে বলেন, আগামীতে যাতে আরও বেশি শিক্ষার্থী বৃত্তি পেতে পারে এ আহবান জানান তিনি। এসময় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি।  
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।